পুলিশের মানবিক মুখ রাজনগর থানার তৎপরতায় ভবঘুরে অসুস্থ মহিলার চিকিৎসা

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: দীর্ঘদিন যাবৎ রাজনগরে রয়েছেন ভবঘুরে এক মহিলা৷ অনেকের অনুমান অন্য রাজ্য থেকে ঘুরতে ঘুরতে এসে এই এলাকায় থেকে যান তিনি৷ খুবই দুঃস্থ, রাস্তার ধারে কোনো চালায় থাকতে দেখা যায়৷ বিভিন্ন দোকানে বা বাড়িতে খাবার চেয়ে খান৷ করুণা করে কাপড়ও দেন কেউ কেউ৷ শীতের সময় কেউবা দেন শীতবস্ত্র৷ আজ শুক্রবার সকাল থেকে খুবই অসুস্থ ছিলেন৷ স্থানীয় বাসিন্দা, পেশায় দর্জি মোহন চৌধুরী এই প্রতিবেদককে বিষয়টি জানান৷ পরে স্থানীয় থানায় যোগাযোগ করলে মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ পুলিশের এইরূপ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বিশিষ্ট থেকে সাধারণ মানুষ সকলে৷
খবরটি জানতে পেরে উক্ত স্থানে গিয়ে দেখা যায়, ওই মহিলা অসুস্থ হয়ে শুয়ে আছেন৷ এই প্রতিবেদকের তরফে থানার ওসিকে জানানো হয়৷ পরে এই প্রতিবেদক রাজনগর থানায় গিয়ে অন্য এক পুলিশ আধিকারিককেও বিষয়টি জানান৷ পরে রাজনগর থানার পক্ষ থেকে এ এস আই সুশীল কিস্কু ও পুলিশকর্মী ও মহিলা সিভিক ভলান্টিয়ার ওই মহিলাকে থানার গাড়িতে চাপিয়ে রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান৷ কিছুক্ষণ পর আবার গাড়িতে করে এনে ওই চালায় নামানো হয়৷ দেওয়া হয় খাবার৷ স্থানীয়রাও খোঁজ খবর নিতে শুরু করেছেন৷ কেউ কেউ পাউরুটি, বিস্কুট প্রভৃতি তুলে দেন৷ পাশে থাকা এক মহিলা কিছুটা যত্ন নিচ্ছেন ওই ভবঘুরের৷ বিকেলে তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা যায়৷ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা এলাকার সাধারণ নাগরিক সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের৷