|
---|
মালদা ৩০ আগস্ট: নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার লাহিড়ীপাড়া বেলবারি ঘাট এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মুইজউদ্দিন শেখ (৪৬) বাড়ি কালিয়াচক থানার কদমতলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মইজুদ্দিন শেখ সোমবার রাত্রি দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার মালদা কালিয়াচক থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। বুধবার পরিবারের লোকেরা চারদিক খোঁজাখুঁজির পর হঠাৎ লাহিড়ী পাড়ার বেলবারি ঘাট এলাকায় মুইজউদ্দিন শেখের মৃতদেহ দেখতে পায়। সাথে সাথেই খবর দেওয়া হয় মালদা কালিয়াচক থানার। খবর পেয়ে ছুটে আসে মালদা কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।