|
---|
ফজল-এ-এলাহী: বীরভূমের মাড়গ্রাম থানার ইনতলা বাসস্ট্যান্ডে স্থানীয় যুবকবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরের আয়োজন করা হয় পিউনার পয়েন্ট স্কুলে । শিবিরে 190 জন রুগির চোখের পরীক্ষা করা হয়। 90জন রুগিকে চোখের ঔষধ ফ্রিতে দেওয়া হয়েছে এবং 50 জনের পওয়ার চশমা বিনামূল্যে বানিয়ে দেওয়া হবে উদ্যোক্তারা জানান এবং10 জনের চোখের ছানি অপারেশন হবে বহরমপুরের সুশ্রুত আই কেয়ার হাসপাতালে।