তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূম। কারণ আবার সেই কাটমানি।

নতুন গতি নিউজ ডেস্ক : কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূম। বুধবার সকালে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলল সদাইপুরের সাহাপুর গ্রামে। পরিস্থিতি সামলাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

    সূত্রের খবর, কাটমানি ফেরত চাওয়াকে ঘিরেই গোলমালের সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতা এনামুল শেখের বাড়ি ঘেরাও করে বিজেপি কর্মীরা। সে সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করে বিজেপি। পালটা অভিযোগ তৃণমূলের। তাঁরা জানিয়েছেন, ইচ্ছে করে কিছু লোককে মদ খাইয়ে টাকা-পয়সা দিয়ে তৃণমূল নেতার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এই সংঘর্ষের জেরে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ।