|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : সূত্র মারফত খবর পুলিশ বীরভূম জেলার রামপুরহাট থানার বড়জোলা গ্রামের একটি ক্যানেলের সেতুর তলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল। আগে রাজ্যে এত বিপুল পরিমাণ বিষ্ফোরক ও ডিটোনেটার কখনো পাওয়া যায়নি বলে দাবী জেলা পুলিশের। উদ্ধার এগারো হাজার নয়শো কেজি অ্যামোনিয়া নাইট্রেট ও আশি হাজার ডিটোনেটর। গোপন সুত্রে খবর পেয়ে মধ্যরাতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। অনুমান ভোরতের অন্যত্র ডেরায় ডেরায় পাচারের উদ্দেশ্য ছিল জঙ্গীদের তাই এত মোযুত ।