|
---|
ফজল-এ-এলাহী : পাকুড়:ঝাড়খণ্ডের পাকুড়ে ঠোঁট ও তালুকাটা রুগিদের প্রীসার্জারী ক্যাম্প করা হলো ‘হায়াত পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে’ উক্ত শিবিরে ২০ জন রুগীর মধ্যে ১২জনের সার্জারীর জন্য আগামী ৯ জানুয়ারী ‘অপারেশন স্মাইল’ এর সেন্টার দুর্গাপুরের ‘আই কিউ সিটি সুপার স্পেশালিটি হাসপাতালে’ নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ নিখরচায় । অপারেশন, থাকা খাওয়া সবটাই ফ্রী। এই শিবিরটি ‘কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি’র সহযোগিতায় ও ‘মানব বন্ধন মঞ্চ’ এর সৌজন্যে সম্পূর্ণ হয়।