আদিবাসী উন্নয়নের কাজ কর্ম পরিদর্শনে বিভিন্ন রাজ্যের প্রতিনিধি দল বীরভূমের মহম্মদ বাজার এলাকায়

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় তথা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম, পশ্চিম বঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার ইত্যাদি রাজ্য থেকে ওয়াদি প্রকল্পের সাথে যুক্ত নাবার্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন মহম্মদ বাজার ব্লক এলাকার সৃজনী শিক্ষা নিকেতনের ব্যবস্থাপনায় ওয়াদি প্রকল্পের কাজ কর্ম পরিদর্শন করেন আজ ১৬ জুলাই। সংস্থার কদমহীড় অফিসে ঢোকার সময় আদিবাসী প্রথা অনুযায়ী অতিথিদের মাথায় ও পায়ে আম পাতায় জল ছিটিয়ে , ফুল,মালা ও ধামসা মাদলের নৃত্যের তালে তালে বরন করা হয়।

    ট্রাইবেল ডেভেলপমেন্ট ফান্ড থেকে যে সমস্ত বাগান গড়ে উঠেছে সেই সব বাগানের ফল মূলের থেকে খাদ্য প্রক্রিয়াকরণের কাজ দেখতে মূলত মহম্মদ বাজার ব্লকের চরিচা পঞ্চায়েতের কদমহীড় গ্রামে আসা। এখানে ২১ টি আদিবাসী পরিবারের মহিলাদের পরিচালনায় ফার্মাস প্রোডিউসার অর্গানাইজেশন এর মাধ্যমে কেঁচো সার, কাজুবাদাম,আম,সজনেপাতা ইত্যাদির প্রসেসিং সরজমিনে ঘুরে দেখলেন। উল্লেখ্য গত ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত বোলপুর নাবার্ডের অফিসে চলছে নাবার্ডের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় প্রতিনিধিদের চলছে সম্মেলন,তার ই কর্মসূচি হিসেবে আজকের পরিদর্শন বলে এক সাক্ষাৎকারে জানান সৃজনী শিক্ষা নিকেতনের সভাপতি উদয়ন সরকার। এছাড়া উপভোক্তা হিসেবে সুমিত্রা হেমরম যেমন শোনালেন সংগঠন গড়ে উঠার ইতিহাস ও বিভিন্ন ব্যক্তির আগমনে নিজেদের উৎসাহ পাওয়ার কথা ব্যক্ত করেন । তেমনি পরিদর্শনকারী আসাম থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রজেক্ট কো অর্ডিনেটর মিঙ্কু দাস, মিজোরাম থেকে রিজিওনাল ম্যানেজার বীনা নাইয়ার,নাবার্ডের হেড অফিস মুম্বাই থেকে ডঃ সঞ্জয় ঘোড়ুই প্রমুখ ব্যক্তিরা পরিদর্শনে এসে ভালো লাগা তথা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের এলাকায়ও প্রয়োগ করার চেষ্টা করা হবে বলে সকলে একবাক্যে একান্ত সাক্ষাৎকারে জানান।