|
---|
লুতুব আলি, নতুন গতি : মুর্শিদাবাদ, কোচবিহার সহ রাজ্যের অন্যান্য সীমান্ত ভর্তি জেলাগুলির সীমান্ত এলাকায় বি এস এফ নারকীয়ভাবে অত্যাচার চলানোর বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। কলকাতার বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে প্রতিবাদ সভা ও অবস্থান-বিক্ষোবের শামিল হল গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতি এপিডিআর। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: দণ্ডসংহিতা বিল এর বিরোধিতা সহ সীমান্তবর্তী গ্রাম গুলিতে বিএসএফ লাগাম ছাড়া অত্যাচার চালাচ্ছে। এছাড়াও গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে, উন্নয়নের নামে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া, ফারাক্কা সহ রাজ্যের জল, জঙ্গল, জমি দখল করে আদিবাসী, শ্রমজীবী মানুষের উচ্ছেদের বিরোধিতায়, সমস্ত রাজনৈতিক বন্দিদের নিশর্ত মুক্তি এবং ইউ এ পি এ, এন আই এ বাতিলের দাবি জানানো হয়। এই বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর,আলতাব আহমেদ প্রমুখ। রঞ্জিত শূর বলেন, নাগরিকদের অপরাধী বানানোর জন্য যে আইন প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার তার প্রয়োগ আমাদের রাজ্যে শুরু হয়েছে অনেকদিন ধরেই। মানুষের জীবনকে কর্পোরেট দের কাছে চড়া দামে বিক্রি করতে যে কেন্দ্রীয় সন্ত্রাস নামানো হচ্ছে, বন্দী করা হচ্ছে গণআন্দোলনের কর্মীসহ রাজনৈতিক কর্মীদের। এর বিরুদ্ধে এই বিক্ষোভ সভার সফল করেছেন সাধারণ মানুষ। বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন মুর্শিদাবাদ ও কোচবিহারে বি এস এফ এর হাতে আক্রান্ত মানুষেরা। বিক্ষোভ সমাবেশে বন্ধু সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন পিডিএসএফ, শ্রমজীবী নারী মঞ্চ, গণঅধিকার মঞ্চের সাথীরা। বিক্ষোভ সমাবেশে সারা দিনব্যাপী গণসংগীত, আবৃত্তি পরিবেশিত হয়। রানাঘাট সৃজর্ক এর পক্ষ থেকে উপস্থাপিত হয় নাটক কসাই। এ পি ডি আর এর পক্ষ থেকে বক্তব্য রাখেন অরিজিৎ গাঙ্গুলী, চৈতালি দাস, শাহানারা খাতুন, শঙ্কর দাস, মৌতুলী নাগ সরকার, জয়শ্রী পাল, সোমনাথ বসু, রাহুল চক্রবর্তী প্রমুখ।