|
---|
সেখ সামসুদ্দিন : ২০ ডিসেম্বর মেমারি পাল্লার দামোদরের বালিরঘাটে মেমারি থানা এবং বি এল আর ও যৌথ অভিযান করা হয়। সন্দেহভাজন দুই বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। মেমারি ১ ব্লকের দামোদর নদীর পাল্লার ২, ৩ ও ৪ নং ঘাটে বালিরঘাট পরিদর্শন অভিযান চালায় মেমারি থানা ও বিএলআরও যৌথভাবে। উপস্থিত ছিলেন মেমারি ১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ইন্দ্রানী চ্যাটার্জী ও মেমারি থানার ভারপ্রাপ্ত অফিসার সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্য পুলিশ অফিসারগণ।তিনটি ঘাট পরিদর্শন করার পর দুটি ট্রাককে সন্দেহভাজন হওয়ায় আটক করে এবং উপযুক্ত তথ্য প্রমাণিত হওয়ার পর উপযুক্ত পদক্ষেপ করবেন বলে জানান বিএলআরও ইন্দ্রানী চ্যাটার্জী।আড়াই ঘন্টার উপরে অভিযান চলে বিভিন্ন ঘাটে, একটি কাঠের ব্রিজকে নিয়ে জল্পনা থাকায় তারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় এবং যেসব ঘাটে বালি তোলার ডিমারকেশন নেই তাদের ডিমারকেশন উপর ব্যবস্থা নিতে বলা হয় সোমবারের অভিযানে।