বাঁকুড়ায় শুভেন্দুকে কালো পতাকা, উঠলো চোর চোর শ্লোগান

নিউজ ডেস্ক, বাঁকুড়া : আত্মহত্যা কৃষকের বাড়ি যাওয়ার পথে আটক রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। ঘটনা টি ঘটেছে সোমবার বাঁকুড়ার কোতুলপুরের জলিঠ্যা মোড়ে। এদিন কোতুলপুরের বালিঠ্যা গ্রামের প্রান্তিক কৃষক স্বর্গীয় তাপস কোটাল প্রাকৃতিক দূর্যোগে ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে আত্মহত্যা করেছেন।তার বাড়িতে গিয়ে ওনার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিতে যাওয়ার পথে জলিঠ্যা মোড়ে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিস। রীতিমতো ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মৃত কৃষকের বাড়ি যেতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তার মধ্যেই একদল লোক শুভেন্দুকে লক্ষ্য করে কালো পতাকা দেখায়। সব মিলিয়ে মেজাজ সপ্তমে চড়ে যায় শুভেন্দুর । পুলিস অফিসারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কেন আমাকে আটকেছেন? এখানে কি ১৪৪ ধারা জারি করা জারি করা আছে? আপনাদের সবাইকে ছিনে রাখলাম। মনে রাখবেন সবাইকে বিজেপির আন্ডারে কাজ করতে হবে একদিন।’

    এই ঘটনার তীব্র নিন্দা করে এলাকার ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে ওনার পরিবারের একজন সদস্যের হাতে দলের পক্ষ থেকে দু – লক্ষ টাকার অর্থ সাহায্য করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।