নির্বাচন কমিশনের নির্দেশে কেশপুর ব্লক জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের নির্দেশে কেশপুর ব্লক প্রশাসনের উদ্যোগে “Clean and Green Election by Plantation” পোশাকি নামে কেশপুর ব্লক জুড়ে হলো বৃক্ষরোপন কর্মসূচি। শনিবার দুপুর ১২টা নাগাদ কেশপুর ব্লক অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও কৌশিশ রায়, জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী ও সৌমিক সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, কর্মাধ্যক্ষ সেখ তাজ মহম্মদ, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাঁজা ,শেখ আব্দুল্লা সহ অন্যান্যরা।

    পরিচ্ছন্ন ও সবুজ নির্বাচনের বার্তা দিয়ে নতুন ভোটারদের উৎসাহিত করতে এই কর্মসূচি বলে জানা বিডিও অফিস সূত্রে জানা গেছে। এদিন ব্লক অফিস প্রাঙ্গণ ছাড়াও কেশপুর ব্লক জুড়ে চলেছে ১৬ টি বিদ্যালয় চত্বরে হয়েছে এই বৃক্ষরোপন কর্মসূচি।