|
---|
আজিজুর রহমান,গলসি : মোটর সাইকেল নিয়ে বিয়ে বাড়ি যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। গলসি থানার খানো মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দুইজনের নাম গোপাল বাগদি (১৮) কৃষ্ণ বাগদি (২২)। গোপাল গলসি থানার শ্রীধরপুুর ও কৃষ্ণ ভাতার থানার দেবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে মোটর বাইক নিয়ে গলসি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন গোপাল ও কৃষ্ণ। গলসি সাটিনন্দী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। রাতে সাড়ে দশটা নাগাদ তারা খানো মোড় আসলে পিছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ঘটনার জেরে মোটর বাইক থেকে ছিটকে রাস্তায় পরে যায় তারা। ফলে মারাত্মক ভাবে জখম হন দুইজনই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ দুইজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।