গলসি বাজারে পথসভা করলো সারা ভারত কৃষক সভা

আজিজুর রহমান, গলসি : ১৯ শে নভেম্বর গলসি বাজারে পথ সভা করলো সারাভারত কৃষক সভা। ঐতিহাসিক কৃষি আন্দোলনের জয়কে সংহতি জানিয়ে গলসি বাজারে ওই পথ সভার আয়োজন করেন দলীয় নেতারা। গলসি ২ নং ব্লক কৃষক সভার আহ্বানে পথসভাটি সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক সভার সদস্য ও ২ নং ব্লক কৃষক সভার সম্পাদক সাইফুল হক, সারা ভারত কৃষক সভার গলসি অঞ্চল সম্পাদক অমিতাভ মন্ডল, সিআইটিইউ নেতা মুস্তাক হোসেন ও শিক্ষক শিশির কেশ সহ অনেকে। সভাতে প্রত্যেক বক্তা কৃষি বিল প্রত্যাহারের পক্ষে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, কেন্দ্র সরকার শুধু ঘোষনা দিলে হবে না। পার্লামেন্টে কৃষক বিরোধী তিনটি কালা বিলকে পুরোপুরিভাবে বাতিল করতে হবে। এবং চাষিদের সব রকম নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশ জুড়ে চাষিদের সুরক্ষার দাবীতে লাগাতার ওই আন্দোলন করেছেন বামপন্থী সংগঠন গুলি। তাছাড়া সারা দেশের চাষিরা ওই আন্দোলন যে ভাবে করেছে তা ইতিহাস মনে রাখবে। সকলের আন্দোলনের জেরেই আজ চাষিদের জয় হয়েছে বলে জানান বাম নেতারা। এদিনের পথ সভায় সভাপতিত্ব করেন বাম নেতা নাড়ুগোপাল যশ। বক্তাদের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম গলসি ২ ব্লকের সম্পাদক জাফর কাজী সহ স্থানীয় কর্মীবৃন্দ।