গলসিতে সরকারী যাত্রীবাহী বাস থেকে উদ্ধার ২০ টি তাজা বোমা। গ্রেফতার এক যুবক

আজিজুর রহমান,গলসি ১৫ ডিসেম্বর : বাক্স ভর্তি বোমা নিয়ে সরকারী যাত্রীবাহী বাসে চড়ে যাওয়ার সময়ে পুলিশি অভিযানে ধরা পড়লো এক দুস্কৃতি ।ধৃতের নাম মহম্মদ সরফরাজ আনসারী। তাঁর বাড়ি কলকাতার নাজিরাল এলাকায়। পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে তল্লাশী চালায়। তখনই কাঠ বোর্ডের বাক্স ভর্তি বোমা সহ পুলিশের হাতে ধরা পড়ে যায় দুস্কৃতি সরফরাজ আনসারী।পুলিশের দাবি ওই কাঠবোর্ডের বাক্স থেকে ২০ টি ক্রুড বোমা পাওয়া গিয়েছে। বুধবার বোম ডিসপোজাল স্কোয়াড গলসির কুলগোড়িয়ার কাছে ফাঁকা জায়গায় বোমাগুলি নিস্কৃয় করে। পুলিশ জানিয়েছে, সরকারী যাত্রীবাহী বাসে বোমা নিয়ে যাওয়ার খবর মঙ্গলবার পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভায় মারফত গলসি থানার পুলিশের কাছে পৌছায়।  সেই খবর পেয়েই গলসি থানার পুলিশ গলসির কুলগড়িয়ায়  ২ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে। সন্ধ্যা নাগাদ দুর্গাপুর গামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে পুলিশ তল্লাশী চালায়।পুলিশের দাবি, তল্লাশীতে বাসের সিটের নিচ থেকে কাঠ বোর্ডের বাক্স ভর্তি বোমা পাওয়া যায়।যাত্রী সেজে  সরকারী যাত্রীবাহী বাসে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ হাতেনাতে ধরে ফেলে দুস্কৃতি সরফরাজ আনসারীকে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদেন জানায়। বিচারক  ধৃতের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন । জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানিয়েছেন, “ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কি উদ্দেশ্যে, কোথায় বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তাও তদন্ত করে দেখা হবে“। ধৃতকে গ্রেপ্তার করে কোটে নিয়ে যাচ্ছে পুলিশ