|
---|
নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদ আল আলাম মিশনে রবিবার প্রদান করা হলো জি.ডি মেরিট স্কলারশিপ। বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেন তার পিতা মাতার নামাঙ্কিত জি.ডি মেধা বৃত্তি প্রদান করে থাকেন বাংলার গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের। এ দিন প্রায় ১২০ জন ছাত্র ছাত্রী কে প্রায় ছয় লক্ষ দু হাজার তিন শো টাকা প্রদান করা হয়। এই মেধা বৃত্তি প্রতি তিন মাস অন্তর প্রদান করা হয়। এই মেধা বৃত্তি প্রদান অনুস্থানে উপস্থিত ছিলেন রানীনগর থানার ওসি সুমিত তালুকদার, জিডির আধিকারিক সহিদুল ইসলাম খান, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, সহ সম্পাদক আব্দুল বারি, প্রধান শিক্ষক আকতার হোসেন, কোষাধ্যক্ষ ফরমান আলী, মাহবুব মুর্শিদ বলেন এই বৃত্তি প্রদান করার মূলত একটাই কারন সেটি হল গরিব মেধাবী ছাত্র ছাত্রীরা যাতে পিছিয়ে না থাকে, তারাও যাতে সমাজে এগিয়ে যেতে পারে। সহিদুল ইসলাম ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন মোস্তাক হোসেনের এই প্রদত্ত টাকা নিয়ে তোমরা ভবিষ্যৎ এ আরো এগিয়ে যাও। তোমাদের পড়াশোনার জন্য যা যা প্রয়োজন তা তোমাদের জি ডি দেবে। কিন্তু সৎ, চরিত্র বান মানুষ হতে হবে। অনুষ্ঠান শেষে আলহাজ্ব মোস্তাক হোসেনের পিতা মাতার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়।