চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে শিরাকোলে দমকল মন্ত্রী সুজিত বসু ও সলমন খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রী

জাকির হোসেন সেখ, ৬ মে, শিরাকোল: ঘূর্ণিঝড় ‘‌ফণী’ বাংলার জনজীবনে তেমন একটা প্রভাব না ফেললেও দুদিনের জন্য দিব্যি প্রভাব ফেলেছিল ভোটের প্রচারে। ফণির মেঘ কাটতেই যেমন গরম আর গরম, ভোট প্রচারের লড়াইয়েও তেমনি জোরদার গরমাগরমি জমে উঠেছে।আজ পঞ্চম দফায় ভোটগ্রহণের দিনেও তাই ঘেমেনেয়ে চলল ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের প্রচার।
দিনের শেষে রাত অবধিও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে তৃনমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বহু সেলিব্রেটি তারকা।
মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে উস্থির শিরাকোলে হল রোড শো, পথসভা।

    ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, সলমান খানের প্রথম সুপারহিট ছবি “ম্যায়নে প্যায়ার কিয়া” এরর বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।  শিরাকোল শেরপুর মোড়ের এই নির্বাচনী সভায় তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া নিজেও উপস্থিত ছিলেন। ছিলেন তাঁর বিশ্বস্ত সহযোদ্ধা সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।
    সভা থেকে সকলের বক্তব্যে একটাই কথা উঠে এসেছে,তা হলঃ যেহেতু কেন্দ্রের মোদী সরকার পাঁচ বছরে মানুষের উন্নয়নে জন্য কোনও কাজ করেনি, তাই ভোট চাওয়ার জন্য মানুষের কাছে বলার মতো কিছু না থাকায় বিজেপি শুধু ধর্ম ও সেনাবাহিনীকে সামনে রেখেই মানুষের কাছে ভোট চাইছে। অত‌এব ইভিএমে তার জবাব দিতে হবে।