|
---|
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান : রবিবার ২৩শে অক্টোবর বিকাল ৪টের সময় একটি প্রতিবাদ সভা হয়,যাতে জনবাসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার বসানো না হয়।মালিরবাগান তাজপাড়া, প্রাইমারি স্কুলের কাছে এই প্রতিবাদ সভা করে এলাকাবাসি বিক্ষোভ জানায়। এলাকার মানুষ মোজ্জামেল তার বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসাচ্ছেন।এলাকার মানুষ স্বতস্ফূর্ত ভাবে যোগদান করেন।এলাকাবাসি সেখ সফিউল মুহাম্মদ, মেহেরা বিবি, ছবি বিবি, সেখ ওয়াসিম হাসান সকলে মিলে প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য তাঁরা পাড়ার মধ্যে একটি জনবাসতিপূর্ণ এলাকাতে মোবাইল টাওয়ার বসতে দেবেন না, সেই জন্য তাঁদের এই প্রতিবাদ সভা।