|
---|
নতুনগতি, আজিজুর রহমান, গলসি : তেঁতুলমুড়ি তরুন সংঘের পরিচালনায় ৪২ তম কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা সুচনা হল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ক্লাব সম্পাদক সেখ রেজাউল হক। ফুটবলে কিক মেরে খেলার সুচনা করেন খন্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ। শনিবার বিকালে গলসির তেঁতুলমুড়ি গ্রামের ফুটবল ময়দানে ওই খেলার সুচনা হয়। খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে। এদিন দরবারপুুর তরুন ক্লাব ও শিড়রাই মহামডান স্পোর্টিং ক্লাব মুখে মুখি হয়। খেলায় দরবারপুর তরুন ক্লাব ৩-০ গোলে পরাজিত হয়।