পয়লা অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন মােটর ভেহিক্যাল অ্যাক্ট। গাড়ির কাগজ সঙ্গে না থাকলে আর চিন্তা নাই

পয়লা অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন মােটর ভেহিক্যাল অ্যাক্ট। গাড়ির কাগজ সঙ্গে না থালে আর চিন্তা নাই!

     

    নতুন গতি নিউজ ডেস্ক : পয়লা অক্টোবর থেকে গাড়ি চালানাের সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিশেন সার্টিফিকেট, ইনসিওরেন্স পেপার, পলিউশন সার্টিফিকেট এর মত জরুরী কাগজপত্র ড্রাইভার-এর সঙ্গে না থাকলেও চলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় এই ব্যাপারে একটি অ্যাক্ট জারি করেছে। নতুন এই অ্যাক্ট পয়লা অক্টোবর থেকে লাগু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানাে হয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালান সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র পাের্টালের মাধ্যমে তদারকি করা হবে। ইতিমধ্যে রাজ্য পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিসের কাছে একটি নােটিফিকেশন এসেছে। তাতে বলা হয়েছে পয়লা অক্টোবর থেকে গাড়ির চালকের কাছে কাগজপত্র চাওয়া যাবে না।

    কেন্দ্রীয় সরকারের তরফে একটি সফটওয়্যার আনা হচ্ছে। এবার থেকে ট্রাফিক পুলিস কর্মীরা। সেই সফটওয়্যার-এর মাধ্যমে নির্দিষ্ট গাড়ির কাগজপত্র চেক করতে পারবেন। ট্রাফিক পুলিস কর্মীদের কাছে একটি বিশেষ মেশিন থাকবে। সেই মেশিনে গাড়ির রেজিশেন নাম্বার দিলেই যাবতীয় তথ্য পুলিসকর্মীদের হাতে চলে আসবে।

    যে সমস্ত পুলিস কর্মীর কাছে ওই মেশিন থাকবে না তারা নিজেদের মােবাইল ফোনে সেই সফটওয়্যার ডাউনলােড করে রাখতে পারবেন। সেখানে গাড়ির

    রেজিশেন নাম্বার দিলেও যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। কেন্দ্রীয় সরকার ১৯৮৯-এর মােটর ভেহিক্যাল অ্যাক্ট-এ একাধিক সংশােধন করেছে। এবার থেকে ই-চালান-এর মাধ্যমে গাড়ির চালকদের জরিমানা দেওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিতে চাইছে পরিবহন বিভাগ। এর ফলে গাড়ির চালকদের চালান জমা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে দাবি করা হচ্ছে। এমনকী পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনাও কমবে বলে আশা করা যায়।