|
---|
নিজস্ব প্রতিনিধি : কলকাতা পরিবহন ভবন থেকে ২০টি সিএনজি বাসের উদ্বোধন করলেন রাজ্য পরিবহন মন্ত্রী।
যেহেতু সিএনজি এবং ইলেকট্রিক বাস উভয়ই পরিবেশ বান্ধব, সেহেতু, রাজ্য সরকার জোর দিচ্ছে দূষণমুক্ত পরিবহনের ওপর। ইতিমধ্যেই এই ধরনের অনেক বাস রাজ্য সরকার চালাচ্ছে রাজ্যে। ফেব্রুয়ারী মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন।
এই ইলেকট্রিক বাসগুলি চালাবে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা এবং সিএনজি বাসগুলি চালাবে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
প্রতিটি বাস ১২ মিটার লম্বা। এই বাসগুলির ভেতরে অনেক বেশী জায়গা ও আসন সংখ্যাও বেশী। ইলেকট্রিক বাসগুলি চলবে কলকাতা ও তাঁর আশেপাশে। সিএনজি বাসগুলি চলবে দুর্গাপুর আসানসোল এলাকায়।
প্রসঙ্গত, রাজ্য পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সাড়া রাজ্যেই আসতে আসতে সিএনজি বাস চালানোর। পর্যায়ক্রমে করা হবে এই পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী বলেন, রাজ্য সরকার আরও ১৫০টি ইলেকট্রিক বাস কিনতে চলেছে। এর মধ্যে আসানসোল এবং শিলিগুড়িতে চলবে ২৫টি করে বাস। হলদিয়া ও নিউটাউন-রাজারহাটে চলবে ৫০টি করে বাস।