বৈশাখের আগেই সাফ জানালেন বৈশাখী, আপাতত লড়ছেন না বিজেপির হয়ে

মিজানুল কবির, কলকাতা: ভোটের হাওয়ায় মেতেছে ভারতবর্ষ, মেতেছে বঙ্গবাসি।দলবদলের খেলা শুরু হয়েছে চারিদিকে। কথা উঠেছিল চারিদিকে হয়ত তিনি যাচ্ছেন বিজেপিতে, লড়ছেন লোকসভার ভোট পদ্ম ফুলে।জল্পনা কিংবা ভোটের নেশায় মত্ত বঙ্গবাসির কল্পনা সবকিছুর মোহকে কাটিয়ে সরাসরি তার অবস্থান সাফ জানালেন। বৈশাখের আগেই সাফ জানালেন বৈশাখী, আপাতত লড়ছেন না বিজেপির হয়ে।আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানোর কোনও প্রশ্ন নেই। বুধবার তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন।যে দলের জন্য বিন্দুমাত্র অবদান নেই আমার তার হয়ে নির্বাচনে দাঁড়ানো আমার নীতিবিরুদ্ধ।

    তিনি বলেন, এক বিজেপি নেতা ফোনে ভোটে লড়াই করার প্রস্তাব দেন। ভাল করে ভেবে দেখে সিদ্ধান্ত জানাতে অনুরোধ করেন তিনি।
    শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে জানতে চাইলে প্রশ্ন গুলো এড়িয়ে যান তিনি।