নৃত্য পরীক্ষার আয়োজন বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ২৫ শে আগষ্ট বীরভূম বর্ধমান এর নৃত্য প্রশিক্ষনার্থীদের নিয়ে নৃত্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বীরভূমের খয়রাশোলে। বিশ্বনাথ নৃত্য গীতি বাহিনীর পক্ষ থেকে নৃত্য পরীক্ষার আয়োজন বলে জানা যায়। আজকের অনুষ্ঠানে বীরভূম ও পার্শ্ববর্তী লাগোয়া বর্ধমান জেলা থেকে মোট ১৫০ জন্ ছাত্রছাত্রী কত্থক নৃত্য, রবীন্দ্র নৃত্যে অংশ গ্রহন করে। পরীক্ষক হিসেবে উপস্হিত ছিলেন বিশ্বভারতী সংগীত ভবন ও ভারত কলা কেন্দ্রের পরীক্ষক রাজীব বনিক এবং জয়দেব গ্রীনষ্টার কালচারাল সোসাইটি তথা ভারত কলা কেন্দ্রের শিক্ষিকা সুষ্মিতা হাজরা। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন করেন বিশ্বনাথ নৃত্য গীতি বাহিনীর কর্ণধার প্রসেনজিৎ সেন। এখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের হাতে একটা করে সংস্থার কার্ড দেওয়া হয় যাহা পরবর্তী কালে নৃত্যের অন্যবিভাগে ও ভর্তির ক্ষেত্রে কাজে লাগবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে প্রসেনজিৎ সেন। নৃত্যে অংশগ্রহণকারী কচিকাঁচা সহ উপস্থিত সকলের কর্মেতৎপরতা ছিল চোখে পড়ার মতো।