বর্ধমানে মুক্ত বাংলার রাঢ় সাহিত্য সম্মেলন

সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের জনপ্রিয় দৈনিক মুক্ত কলম চল্লিশ বছরে পদার্পণ করেছে, এই বছর । মুক্ত বাংলার সপ্তম রাঢ় সাহিত্য সম্মেলন তাই আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়াউল হক মল্লিক। উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্য অনুরাগী কাঞ্চন কাজী, কবি লক্ষ্মণ দাশ, মুক্ত বাংলার পরিচালক – সভাপতি অশ্বিনী সামন্ত, সম্পাদক শ্রীমতি শ্যামলী সামন্ত প্রমুখ। প্রারম্ভিক অনুষ্ঠানে বক্তা গণ এক শ্রেণির সাংবাদিক ও বৈদ্যুতিন চ্যানেলের সংবাদ পরিবেশনে খেদ প্রকাশ করেন। আকর্ষণীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন কাজী। তিনি তাঁর বক্তব্যে সারা ভারতবর্ষ জুড়ে যে অমানবিক কার্যকলাপ চলছে তার নিন্দা করে, সাংবাদিকদের সৎ সাহস ও নিরপেক্ষতা বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, দেশের আর্থিক অবস্থা আজ ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। যা গত সত্তর বছরে হয় নি। অথচ এক শ্রেণির চ্যানেল মানুষের দৃষ্টি ঘোরাতে অপ্রাসঙ্গিক বিষয়কে চব্বিশ ঘণ্টা প্রচার করছে। তিনি স্মরণ করিয়ে দেন, উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিক, কবি, সাহিত্যিক, জ্ঞানী – গুণী মানুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুক্ত বাংলার সাহিত্য সম্মেলনে দূর দূরান্ত থেকে বহু কবি সাহিত্যিক সাংবাদিক সাহিত্য প্রেমী যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন কাউন্সিলর খোকন দাশ প্রমুখ যোগ দেন।