|
---|
নিজস্ব প্রতিনিধিঃ সারা ভারত কৃষক সভা (AIKS ) ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন (AIAWU ) এর মালদা জেলা কমিটির পতাকা উত্তোলন তথা যৌথ সভা হলো বাহারাল নবোদিগন্ত নার্সারি স্কূলে পরে মিছিলও সম্পর্ণ হলো।
আলোচ্য বিষয় ছিল, বর্তমান সময়ে কৃষক ও খেতমজুরদের আন্দোলন ও সংগঠনে প্রধান করণীয় বিষয়গুলি”। সভা উদ্বোধন করলেন কমরেড অমল হালদার সম্পাদক রাজ্য কমিটি ও কেন্দ্রীয় নেতৃত্ব (AIKS ).কমরেড বিশ্বনাথh ঘোষ রাজ্য নেতৃত্ব (AIAWU ) কমরেড প্রণব চোধুরী, কমরেড নইমুদ্দিন শেখ (AIKS),জমিল ফিরদোশ, .রবি হালদার (মৎস্য জীবি ),সভার সভাপতি করলেন কমরেড সুশান্ত সিংহ ও নজরুল ইসলাম ।