|
---|
নিজস্ব প্রতিনিধি; এগরা: রাজ্যের মদের দোকান ক্রমশ বেড়েই চলেছে। যদিও তা সরকারি ভাবে বৈধ। এই মদের দোকান বেড়ে ওঠাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হচ্ছেন সমাজের এক শ্রেনীর মানুষ।
পূর্ব মেদিনীপুরের এগরা-রামনগর যাওয়ার রাস্তায় আমদৈই গ্রামে একটি বৈধ মদ দোকান ভাঙচুর করে জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিল ক্ষিপ্ত গ্রামবাসীরা। “মদের দোকান খুললে ভেঙে গুঁড়িয়ে দেব”। এমনই কথা শোনা গেল মদের দোকান ভাঙতে আসা উত্তেজিত গ্রামবাসীদের মুখে।