|
---|
সেখ সামসুদ্দিন,৬ নভেম্বর : রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে একশো দিনের বকেয়া কাজের টাকা আদায়ের দাবিতে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দিল্লির বুকে ২-৩ অক্টোবর ধরনায় বসে ছিলেন এবং ৫ তারিখ রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন সেই ব্যাপারে সবিস্তারে মানুষকে অবগত করার জন্য আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে মেমারি পুরাতন বাসট্যান্ড স্টেশন বাজারে সন্ধ্যায় পথসভা করা হয়। এই পথসভায় কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে হাতে না মেরে ভাতে মারার যে পরিকল্পনা করে ১০০ দিনের কাজের দু’বছরের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছেন। সে বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আগামী ১০ই নভেম্বর পর্যন্ত মেমারি শহরের প্রতিটি ওয়ার্ডে এই প্রতিবাদ সভা চলবে । উপস্থিত ছিলেন শহর সভাপতির সঙ্গে সাত নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি দেবাশীষ কোলে, কমলেশ মন্ডল, মানোয়ার মন্ডল, বিশ্বজিৎ বাগ, সন্তু নায়েক, সুনীল চৌধুরী, অরুণ মন্ডল, জগন্নাথ ধোলে, বিটুল দাস, সেখ সোভান সহ সকল ওয়ার্ডের ও শাখা সংগঠনের নেতৃত্ব।