স্টুডেন্টস হেলথ হোমের সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: স্টুডেন্টস হেলথ হোমের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত হোম কার্যালয়ে। প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ছাত্র ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অংকন, নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গান, রবীন্দ্রনৃত্য, গল্প বলা,গদ্যাংশ পাঠ, লোকগীতি, তাৎক্ষণিক বক্তৃতা,বিতর্ক, কুইজ সহ নানা বিষয়ে প্রতিযোগিতা হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্নেহময় দত্ত, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়,আশীষ সরকার,রথীন দাস,কেয়া সেন, শাশ্বতী রায় চৌধুরী,তন্দ্রিমা ঘোষ, যোগেশ্বর মন্ডল, সুদীপ কুমার খাঁড়া, শুভজিৎ দে,নারায়ণ চন্দ্র দাস, রবীন্দ্রনাথ দাস,বন্দিতা চক্রবর্তী,নবীন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

    সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। হোমের পক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতাটি পরিচালনা করেন পরিচালন কমিটির সদস্য দিলীপ সামন্ত,সঞ্জীব ভট্টাচার্য,চন্ডী ভট্টাচার্য প্রমুখ। মোট ২৮৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা আগামী ডিসেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় অনুষ্ঠিতব্য রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় হোমের সভাপতি ডাঃ সুহাস রঞ্জন মন্ডল এবং সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,বিচারক সহ সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ জানিয়েছেন।