বিশ্বকাপের বিরলতম ঘটনা, কোন বল খেলার আগেই আউট শ্রীলংকান ক্রিকেটার

সজল দাশগুপ্ত: বিশ্বকাপে বিরল ঘটনা। প্রথমবার টাইম আউটের শিকার হলেন শ্রীলংকান ক্রিকেটার আঞ্জালো ম্যাথিউস। বাংলাদেশের বিরুদ্ধে কোন বল খেলার পূর্বে মাঠ ছাড়তে হলো শ্রীলঙ্কান এই অলরাউন্ডারকে।

    মাঠে নেমে কোনও বল খেলার পূর্বেই আউট , প্যাভিলিয়নে ফিরতে যেতে হলো শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথেউজকে। শাকিব আল হাসানদের আবেদনকে মান্যতা দেওয়ারপর শ্রীলঙ্কার অলরাউন্ডারকে আউট ঘোষণা করলেন আম্পায়ার। মাঠে নামার পড়ে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় জন্য ফিরতে হল তাঁকে। আইসিসি ক্রিকেট ৪০.১.১ রুলে বলা রয়েছে আগের ব্যাটার আউট হবার পরবর্তী আগত নতুন ব্যাটসম্যানকে আগামী দুই মিনিটের মধ্যেই প্রথম বল ফেস করতেই হবে। সেটা না হলে আম্পায়ার তাকে টাইম আউট ঘোষণা করতে পারে। এদিন সেই ঘটনা ঘটেছে ম্যাথেউজের ক্ষেত্রে।

    ঘটনাটি শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে। সাদিরা সমরবিক্রম আউট এর পরে খেলতে নামেন ম্যাথেউজ। কিন্তু তিনি স্ট্রাইক নেওয়ার আগে মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন শাকিবেরা। তাঁদের দাবি , নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে। তা-ও ম্যাথেউজ স্ট্রাইক নেননি।

    বাংলাদেশের আবেদনের পরে অনে ক্ষণ পর ম্যাথেউজ, শাকিব ও আম্পায়ারদের মধ্যে আলোচনা হয়। তারপরই আম্পায়ার ম্যাথেউজকে জানান যে ক্রিকেটের নিয়মের মধ্যে তিনি আউট। সেই কারণেই মাঠ ছাড়তে হয় ম্যাথেউজকে। প্যাভিলিয়নে ফিরবার সময় প্রচন্ড অখুশি লাগছিল এই শ্রীলঙ্কান অলরাউন্ডারকে। তবে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞগণ ক্রিকেট মাঠের উক্ত ব্যতিক্রমী ঘটনার জন্য আঞ্জালোকেই দায়ী করেছেন। তাদের মতে দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেটের সাথে যুক্ত আঞ্জালো ম্যাথেউজ, তাঁর মত সিনিয়র ক্রিকেটারের এই নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত ছিল।