|
---|
নিজস্ব সংবাদদাতা : অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুটো টিম বাজবল ক্রিকেট দিয়ে বাজিমাত করতে চাইছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে রয়েছে। প্রথম দুটো টেস্ট খেলার সুযোগ পাননি উড।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে তিনটি পরিবর্তন হয়। ক্রিস ওক্স, মঈন আলি ও উডকে নেওয়া হয়েছে। উড মানেই আগুনে, একেবারে ধরাশায়ী অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের পরিসমাপ্তি ২৬৩ তে। তবে ইংল্যান্ডও খুব একটা সুবিধা জনক অবস্থায় নেই। ইতিমধ্যে ৬৫ রান তুলতে ২ উইকেট চলে গেছে। তবে অস্ট্রেলিয়ার ২০০ রানের গণ্ডি প্রেরণ সম্ভব হয়েছে মিচেল মার্শের দুর্দান্ত ইনিংসের কারণে। ক্যামেরুন গ্রিনের বদলে তাকে এই টেস্টে নেওয়া হয়েছে। দুর্দান্ত শত রান করেছেন এই অলরাউন্ডার। ১১৮ বলে ১১৮ রানের ইনিংস খেলেন মার্স। যার মধ্যে ছিল ১৭টি চার চারটে ছয়। এই বিধ্বংসী ইনিংস চাপা পড়ে যায় উডের দুর্দান্ত বোলিং এর কাছে। ১৫২ কিলোমিটার গতিতে বল করে তিনি ওপেনার ওসমান খোয়াজার স্ট্যাম্প ছিটকে দেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক কেও একটি অসাধারণ ডেলিভারি করে প্যাভিলিয়ানে ফেরান। উড মোট পাঁচটি উইকেট নিয়েছেন ৩৪ রানের বিনিময়। তাঁর বিষাক্ত বোলিং এর সামনে একমাত্র মার্স ছাড়া কেউ দাঁড়াতে পারেনি।