|
---|
নিজস্ব সংবাদদাতা : বন্ধ হয়ে গিয়েছে প্রচার, কার্যত আজকে হলো নির্বাচনী সভার শেষ দিন।এই মুহুর্তে চলছে টান টান উত্তেজনা। প্রচার পর্বের কাজ মূলত শেষ। আর শেষ দিনে শেষ লগ্নে এসে আশাবাদী বাম কংগ্রেস মনোনীত প্রার্থী ঝন্টু সেখ ।
জানা যায় , বুধবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের খিদিরপুর অঞ্চলের 70 নম্বর জেলা পরিষদের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোঃ আশিক হোসেন , 13 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী বন্দনা কাঞ্জিলাল ও 144 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ঝন্টু সেখ সহ প্রার্থীদের সমর্থনে বাম কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই সভায় অসংখ্য কর্মী সমর্থক হাজির হয়েছিল।
যুব প্রার্থী ঝন্টু সেখ বলেন “আর চাইনা এই দূর্নীতির সমাজ, দূর্নীতি মুক্ত সমাজ গড়তেই মূলত রাজনীতি অঙ্গনে প্রবেশ।” বাড়ি বাড়ি গিয়ে আশার আলো দেখিয়েছেন তিনি নিজে ও পেয়েছেন আশ্বাস! কী হতে চলেছে সেটাই দেখার অপেক্ষা!