খাঁচা পাতার দু’দিন পরও ধরা পরলোনা ভাল্লুক, তবে ধীরে ধীরে কাটছে মানুষের মন থেকে ভয়

জলপাইগুড়ি: খাঁচা পাতার পর দু’দিন কেটে গেলে‌ও ধরা পড়েনি কোন ভাল্লুক বা অন্যকোন পশু। এরপর থেকেই জলপাইগুড়ি শহরে ধীরে ধীরে কমছে ভালুকের আতঙ্ক। মনে করা হচ্ছে তিস্তা নদী পার হয়ে অন‍্যত্র চলে গিয়েছে ভাল্লুকটি।

    বৃহস্পতিবার দেখা যায় জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান সংলগ্ন এলাকার বাসিন্দাদের স্বাভাবিকভাবে চলাচল করতে। তবে জুবিলি পার্ক সংলগ্ন এলাকায় করলা নদীর পাড়ে এখন‌ও খাঁচা পাতা রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণেও দেখা যায় কিছু মানুষ‌কে।

    জলপাইগুড়ি‌ শহরের বাসিন্দা অখিল মল্লিক বলেন, “মনে হচ্ছে ভালুকটি অন্য কোথাও চলে গেছে। এজন্য মানুষের মন থেকে ভালুকের আতঙ্ক ধীরে ধীরে কমছে।

    বনদপ্তররের কর্মীদের‌ও এদিন এলাকায় দেখা যায়নি। তবে ওই এলাকায় প্রশাসনের নজরদারি এখন‌ও রয়েছে।”