|
---|
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরসভা গঠন এর ১৮ বছর পরেও হয়নি সরকারি হাসপাতাল । প্রাথমিক চিকিৎসা কেন্দ্র দিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর পর রোগীদের স্থানান্তর করা হচ্ছে অভিযোগ এলাকার বাসিন্দাদের । তাই ডালখোলা লায়ন্স ক্লাব অব কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক এ দাবি জানানোর জন্য ইসলামপুর মহকুমা শাসক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রাব্বানীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে তারপরও , মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক গিয়ে দাবি জানাবেন এলাকার সমাজসেবীরা ।
তাদের দাবি দীর্ঘ ১৮ বছর থেকে ডালখোলা পুরসভা গঠিত হয়েছে কিন্তু কোনোরকম হাসপাতাল তৈরি হয়নি । বিভিন্ন রোগীদের ডালখোলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তারপর রোগীদের স্থানান্তর করা হয় বিহার রাজ্য কিশান্গঞ্জ , রায়গঞ্জ এবং ইসলামপুরে । আগামী ৭ তারিখ রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামের সামনে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানাবেন এলাকায় হাসপাতালের জন্য।