|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: অঙ্ক মানেই তো কঠিন এক বিষয়। সেই কঠিন বিষয় কে কি ভাবে সহজভাবে ছাত্র-ছাত্রীদের বোঝানো যায় সে বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয় শান্তিনিকেতনে। রবিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সারাদিনব্যাপী অঙ্ক শেখানো ও শেখা নিয়ে এই অভিনব কর্মশালা হয়ে গেলো। সমগ্র কর্মশালা পরিচালনা করেন আন্তর্জাতিক গনিতবিদ, গণাত শেখানোর উদ্ভাবক ড. সেখ সামসুল আলম।
সামসুল আলম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমানে পূর্ব বর্ধমান জেলার সিলুট বসন্তপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। এই কর্মশালায় বোলপুর, শ্রীনিকেতন, মহিদাপূর, কাশীপুর ও লোহাগড় ইত্যাদি গ্রাম হতে ৯ জন মহিলা ও ৫ জন পুরুষ সহ মোট ১৪ জন অংশ গ্রহন করেন। যারা কেউ গৃহ শিক্ষিকা বা শিক্ষক, ছাত্র ছাত্রী। প্রত্যেকে গণিত শেখানো ও শেখার কর্মশালা হতে সমৃদ্ধ হয়েছেন। কর্মশালার শেষে উপস্থিত সকলে বলেন এতো সহজে অঙ্ক শেখা ও শেখানো যায় তা জানা ছিলো না।