স্মরণসভা

নূর আহমেদ, মেমারি : ৫ জুলাই,মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার সকাল ৯টা নাগাদ মেমারি কালীতলা পার্টিদপ্তরের সভাকক্ষে কমরেড মুজাফ্ফর আহামেদ( কাকাবাবু), কমরেড হরেকৃষ্ণ কোঙার ও কমরেড সুনীল রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জয়দেব মুখার্জী। মঞ্চে ছিলেন আন্তাজ আলি দফাদার, মহিলা নেত্রী সন্ধ্যা ভট্টাচার্য্য প্রমুথ। সারা রাজ্যের সাথে মেমারিতেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করে পালিত হলো কমরেড মুজাফ্ফর আহামেদ( কাকাবাবু), কমরেড হরেকৃষ্ণ কোঙার ও কমরেড সুনীল রায়ের জন্মদিবস। এই তিন নেতার স্মৃতিচারণা করে পূজিবাদী ব্যবস্থা ও কমিউনিষ্টদের কর্তব্য ব্যাখ্যা করে এই স্মরণসভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অমল হালদার। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ভোটলুঠ, গণনায় কারচুপি, সন্ত্রাস, খুন জখম জালিয়াতি, গণতন্ত্রকে হত্যা করে ভোট জেতা তৃণমূলকে ধিক্কার জানান। সরকার ও শাসকদলের কড়া সমালোচনা করেন। তিনি কমরেড মুজাফ্ফর আহামেদ( কাকাবাবু) স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, যে কাকাবাবু এমন একজন আর্দশ রাজনীতিবিদ ছিলেন যিনি শুধু পার্টির কথা ভাবতেন। পার্টিফা্ন্ডের টাকা হাত দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবতেন না। তিনি মনে করতেন এটা অন্যায়, মেহননতী মানুষের পরিশ্রমের টাকায় পার্টি চলে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে তার বক্তব্যের জন্য জেলে পর্যন্ত গেছেন। তার নীতি আদর্শ নিয়ে আজকের পথা চলা উতিৎ সমস্ত পার্টি কর্মীদের।