|
---|
জলপাইগুড়ি: সিলেবাস কিংবা প্রজেক্ট এখনও সম্পূর্ণ হয়নি। আবার অনেক পড়ুয়া গরিব পরিবার হওয়ার মোবাইল কিনতে পারেনি। ফলে অনলাইনের ক্লাস সম্পূর্ণভাবে করতে পারেনি। এখন পরীক্ষা হলে পরীক্ষার ফল ভাল হবে না। এই কারণে টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবী উঠল।
দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবীতে জলপাইগুড়ি কদমতলা রাস্তা অবরোধ করল পড়ুয়ারা। দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস শেষ হয়নি এই পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা নিলে সমস্যায় পরবে পড়ুয়ারা বলে দাবী। এই কারণে টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়া কিংবা বাতিলের দাবী তুলে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের একাংশ পড়ুয়া। এই দাবীতে বৃহস্পতিবার শহরের কদমতলা মোড় অবরোধ করল পড়ুয়ারা। রাস্তা অবরোধের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে মোহন্ত পাড়ার জেলা বিদ্যালয় পরিদর্শক করণের অফিসের সামনের বিক্ষোভ মধ্য দিয়ে পড়ুয়ারা পরীক্ষা পেছানোর দাবী তোলে। বিক্ষোভরত পড়ুয়ারা জানায়, কয়েকদিন পরেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, কিন্তু পড়ার।