নিজস্ব সংবাদদাতা : ৬জুলাই, মঙ্গলবার, মেমারি শহর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ। রেলের বেসরকারি করনের বিরুদ্ধে অবস্থান সভা হয়। মঙ্গল বার সকাল ১০ টা নাগাদ। অবস্থান সভায় ছিলেন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, প্রাক্তন উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত ও আরো অনেকে।