|
---|
উজির আলী, নতুন গতি, চঞ্চল: আমবাগান থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত দেহ। মঙ্গলবার মালদহের চাঁচল থানার কলিগ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম সোমনাথ দাস(৩১) কলিগ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী। এদিন দূপুরে গ্রামের এক আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে পারিবারিক অশান্তির জেরেই এই আত্মঘাত। এদিন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ।