|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: তড়িদাহিত হয় মৃত্যু হল এক গাভীর। আর এই ঘটনায় শোক নেমেছে পরিবারে। মঙ্গলবার মালদহের চাঁচল থানার আশাপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন আশাপুর সংলগ্ন রাজ্য সড়কের ধারে আমবাগানে ঘাস খাচ্ছিল গাভী সহ বাছুরটি। পাশে থাকা বৈদ্যুতিক খুটির আর্থে শর্ট শার্কিটে এই বিপত্তি জানান বাসিন্দা লাল্টূ সেখ। তবে বাছুরটি স্থানীয়দের তৎপরতায় প্রাঁনে বেঁচেছেন বলে খবর।
সংসারে আহার জোগানো গাভী মালিক সাদ্দাম হোসেন বিমর্ষ হয়ে পড়ে ঘটনায়। উল্লেখ্য নির্মানকর্মীর কাজ ত্যাগ করে লকডাউনে কলকাতা থেকে গ্রামে ফেরত হয়েছেন। বর্তমানে কর্মহীন, গাভীটি সংসার চালাত তাদের। ঘরে রয়েছে স্ত্রী, ও ছোটো ছোটো তিন নাবালক সন্তান। চাষের জমিও নেই। কিভাবে চলবে সংসার? গাভী খুইয়ে এখন বিপাকে ওই পরিবার। অবশ্য পরিবারটিকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন ওই সংসদের মেম্বার সাবেরা খাতুন।