লরিএবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক।

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা:স্থানীয় সূত্রে জানা যায় গুরুতর আহত অমিত ভান্ডারী(২৪) বাড়ি রায়দিঘি থানার কাশিনগর এলাকায়, ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার পঞ্চানন বাজার এলাকায়। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রামগঙ্গা ঔষধ দোকানে ঔষধ দিয়ে বাড়িতে ফিরছিল, ঠিক ওই সময় ঢোলার দিক দিয়ে একটি বোলেরো পিকআপ ভ্যান ছাগল গরু আনার জন্য প্রচণ্ড গতিতে রামগঙ্গা যাচ্ছিল। WB.19.G6852. ডাইভারের নাম মোজাফ্ফর ঢোলাহাট থানার বেলুনী বাড়ি, বোলেরো গাড়ির সামনে একটি নুরপুর রাম গঙ্গার গাড়ি থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকের বাবলা গাছে ধাক্কা মেরে রোডের উপরে আড়া হয়ে যায়। ঠিক ওই সময় মোটরসাইকেল আরোহী রামগঙ্গা দিক দিয়ে আসছিল মোটরসাইকেল আরোহী কিছু বুঝতে না পেরে গাড়ির সাথে ধাক্কা মেরে রোডের সাইডে পড়ে যায়। আঘাতের ফলে গোপনাঙ্গের ২ টি কোষ বাইরে বেরিয়ে যায়। ওই সময় গাড়িতে করে যাচ্ছিলেন পাথরপ্রতিমা থানার সিভিক সে এবং আরোহীরা নিচে নেমে পড়ে তৎক্ষণাৎ গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার খারাপ মনে হয় মোটরসাইকেল আরোহীকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে বলেরো গাড়ী ড্রাইভার তার নিজের এলাকায় ফোন করায় দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এলাকায় আসে তারাব দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ড্রাইভারকে জোর করে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু এলাকার মানুষ বাধা দেওয়ায় বেগতিক বুঝি তাদের আনা একটি মোটরসাইকেল ফেলে দিয়ে পালিয়ে যায় পুলিশ বোলেরো গাড়ি সহ ড্রাইভার এবং দায়ভার কে নিতে আসা মোটরসাইকেল কে আটক করেছে। মোটরসাইকেলটি সম্পূর্ণ ভেঙে যায়।