|
---|
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ১৪ এপ্রিল কলকাতার হেমন্ত বসু ভবনে বিপ্লবী নলিনী গুহ সভাঘরে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির দুইদিন ব্যাপী সাহিত্য অনুষ্ঠানটি সমাপ্ত হল শুক্রবার, ১৫ এপ্রিল। এই দুইদিন এই সংস্থার আশ্রিত ও সমর্থিত সাহিত্য পত্রিকাগুলিকে নিয়ে সাহিত্য পত্রিকার পদর্শনীও হল সভাঘরের এক পার্শ্বে। দুইদিন পালাবদল করে অর্ধশতাধিকের উপর সাহিত্য পত্রিকাগুলি পদর্শিত হয়। তাদের মধ্যে ছিল যুথিকা সাহিত্য পত্রিকা, আলোর দিশা সাহিত্য পত্রিকা, মেঘদূত সাহিত্য পত্রিকা, বাকবিকল্প সাহিত্য পত্রিকা, নবজাগরণ সাহিত্য পত্রিকা প্রভৃতি। দ্বিতীয় দিনে দেখাগেছে মুর্শিদাবাদ থেকে ‘অনুভূতির কথায়’ কৃষ্টিগত সাময়িকী, ত্রিপুরা রাজ্য থেকে ‘একবিন্দু আলো সাহিত্য পত্রিকা’, সাহিত্য সাগর সঙ্গমে পত্রিকা, উত্তরণ সাহিত্য পত্রিকা প্রভৃতি।
উপস্থিত ছিলেন একাডেমির প্রধান পৃষ্টপোষক কবি দেবপ্রসাদ বসু, একাডেমির প্রধান উপদেষ্টা কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, পরিচালনা করেন একাডেমির চেয়ারম্যান কবি সোমনাথ নাগ। উপস্থিত ছিলেন গল্পকার উপল দত্ত, কবি মনোরঞ্জন আচার্য প্রমুখরা।
সংস্থার পাঁচটি পত্রিকা ও পাঁচ জন কবিকে স্বামী কেবলানন্দ মহারাজ উৎকর্ষতা পুরস্কারে সম্মানীত করা হয় সংস্থার অনুমোদিত ‘মেঘদূত সাহিত্য পত্রিকা’র তরফ থেকে।
‘সপ্তপদী সোপান’ নামে সপ্তপদী কাব্য ধারার একটি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে। এইরূপ বেশ কিছু কাব্য সংকলন এবং সাহিত্য পত্রিকার সংখ্যা প্রকাশিত হয়েছে এই মঞ্চ থেকে।
মঞ্চে বক্তব্য রাখেন ভাষা বিজ্ঞানী ড. শিবাশিষ মুখোপাধ্যায়, শ্রী সদ্যজাত, দেবপ্রসাদ বসুরা। কবিকণ্ঠে কবিতা পাঠ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন হামিম হোসেন মণ্ডল, শুভম দত্ত, সুতপা পুততুণ্ড, নারায়নী দত্ত, কৌশিক গাঙ্গুলী, অর্পিতা কামিল্যা, সোমা বিশ্বাস প্রমুখরা। কবিতা পাঠের পর মেমেন্টো সহযোগে সম্মানীত করা হয় ‘নতুন গতি’র সাংবাদিক হামিম হোসেন মণ্ডলকে। পয়লা বৈশাখ এই মঞ্চে সাহিত্যবন্ধু সোমনাথ নাগকে ‘সাহিত্য রত্ন’ পুরস্কারে সম্মানীত করে একটি সাহিত্য গোষ্ঠী।