|
---|
লুতুব আলি : ১৩ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ডা : মমতাজ সংঘ মিতা।স্বাগত ভাষণ দেন উৎসব কমিটির উপদেষ্টা ও বিধায়ক নিশীথ মালিক। বর্ণাঢ্য সভা যাত্রা এলাকা পরিদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, শেখ কামরুল হাসান,শেখ রতন,প্রাক্তন বিধায়ক মেহবুব মন্ডল,বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন,অভিনেত্রী ও মিস এশিয়া সঙ্গীতা সিনহা প্রমুখ। উৎসব ও শক্তি গড় যুবোগোস্টির সম্পাদক লুতু ব আলি জানান,এই উৎসব কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা সঞ্চারিত হয়েছে।উৎসব শেষ হয়েছে ২০ফেব্রুয়ারি।উৎসবের বিভিন্ন দিনে বেবি শো,হাতের লেখা,বসে আঁকো,আবৃত্তি,সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সান্ধ্য কালীন অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান করেন। এ ছাড়াও রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।কবিতা পাঠের আসরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি,সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন আবু মনিরুদ্দিন চৌধুরী । কবিতা পাঠ করেন,সদরুল আলম,অভিজিৎ রানা,অনিরুদ্ধ ইসলাম,সুফি রফিকুল ইসলাম, সৈয়দ সেরীনা,অঞ্জনা বোস,হেমা পাল বর্ধন, মুক্তা রায়,পরেশ ঘোষ,অশোক মুখোপাধ্যায়,শ্যামাপ্রসাদ চৌধুরী,অজিত ঘোষ,প্রমুখ।