|
---|
নিজস্ব সংবাদদাতা : মলদার চাচোল ১ নং ব্লক তথা চাঁচোল বিধানসভার অন্তর্গত খেলেনপুর বুথে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে একটি ড্রেন ও একটি শোচালয়ের শিলান্যাস করা হলো।এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ড্রেনেজ প্রকল্পটির শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদ সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ও চাঁচোল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল। সামনে আসতে চলেছে বর্ষা। প্রতিবছর বর্ষায় জলনিকাশী জনিত সমস্যায় পড়তো চাঁচোল ১ ব্লকের খেলেনপুর বুথের নজরুল পল্লীর বাসিন্দারা। বর্ষা আসার আগেই এবার মালদা জেলা পরিষদ সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ও জেলা পরিষদ সদস্য সামিউল ইসলামের হাত ধরে সেই সমস্যার সমাধান পেলেন চাঁচোলের খেলেনপুর এলাকার বাসিন্দারা। এদিন চাচোল মহকুমা পুলিশ আধিকারিকের অফিস থেকে দাদা ভাই মার্কেট পর্যন্ত ড্রেন এবং চাচোল নুরী জামে মসজিদের পার্শ্ববর্তী স্থানে একটি শৌচালয়ের শুভ শিলান্যাস করা হয়। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সভাধিপতি ATM রফিকুল হোসেন, চাচোল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্যা হেলী খাতুনের স্বামী একরামুল হক,আবদুস সাত্তার,তৃনমূল নেতা জসীমউদ্দীন আহমেদ, মেহেবুব সরকার রাজু, আন্তা আলী,আবু তৌহিদ নুর ওরফে বুলু, আখতার হোসেন, শাহাজান আলী সহ অন্যন্যরা ।জানা গেছে মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্স তহবিল থেকে কাজটি করা হয়েছে। ড্রেনটির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 4 লক্ষ 86 হাজার টাকা এবং শোচালয়টির জন্যই বরাদ্দ করা হয়েছে প্রায় 3 লক্ষ টাকা।জীবনের মান উন্নত হবে এমন উন্নয়ন পেয়ে খুশি বাসিন্দারা।কাজ দুটি করে দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম ও জেলা সভাধিপতি এ টি এম রফিকুল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন খেলেনপুর বুথের বাসিন্দারা। এদিন শিলান্যাস শেষে রফিকুল সাহেব মাননীয় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাঘাট,পানীয় জলসহ উন্নয়ন ,কন্যাশ্রী,রূপশ্রী ,যুবশ্রী ,খাদ্যসাথী ,ইমাম ভাতা ,সবুজ সাথীর সাইকেল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও কর্ম দক্ষতায় খুশি হয়ে সাধারণ মানুষ আগামী নির্বাচনে মা মাটি মানুষের সরকারের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন তিনি।