২০১৮-১৯ অর্থবর্ষে বাংলার উন্নয়নের হার দেশের মধ্যে সর্বাধিক (১২.৫৮ শতাংশ)। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

    নতুন গতি নিউজ ডেস্ক: একটি সোশাল মিডি়য়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট তুলে ধরেন যেখানে ২০১৮-১৯ অর্থবর্ষে বাংলার উন্নয়নের হার দেশের মধ্যে সর্বাধিক (১২.৫৮ শতাংশ)।

    কেন্দ্রের সঙ্গে তুলনা

    সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানিয়ে তিনি কেন্দ্রের বিভিন্ন নীতির কথা উল্লেখ করেন যার ফলে সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি মন্দার মুখে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সাফল্য খুবই উল্লেখযোগ্য।

    কেন্দ্রের এইসব নীতির ফলে দেশের উন্নয়নের হার নিম্নগামী এবং গত ৪৫ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ।

    গত কয়েক মাসে অটোমোবাইল এবং চর্মশিল্পে যুক্ত ৩ লক্ষ মানুষ কাজ হারিয়েছে।

    বিলগ্নীকরণের খাঁড়া

    এতো বেকারত্বের পরেও কেন্দ্রীয় সরকার ৪৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বেকারের সংখ্যা আরও বাড়তে চলেছে।

    বিনিয়োগ নিম্নগামী

    অন্যদিকে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নতুন প্রকল্পে বিনিয়োগ গত ১৫ বছরের মধ্যে সব থেকে কম।

    একটি জনপ্রিয় বাণিজ্য ও অর্থনৈতিক তথ্য গবেষণা সংস্থার তথ্য অনুসারে ১৩ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প স্থগিত, যা এই সংস্থার মতে ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ।

    ২০১৮-১৯ অর্থবর্ষে বিদেশী বিনিয়োগ ১.০৯ শতাংশ কমেছে।

    পরিসংখ্যান প্রমাণ করছে দেশের অর্থনৈতিক দুরবস্থা

    ভারতীয় অর্থনীতির যে দুরবস্থার তথ্য তিনি তাঁর ফেসবুক পোস্টে তুলে ধরেছেনঃ

    জিডিপির বৃদ্ধিঃ ২০১৮-১৯ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধি গত পাঁচ বছরের মধ্যে সবথেকে কম, ৫.৮ শতাংশ।

    শিল্পের উৎপাদন বৃদ্ধিঃ ২০১৮ সালের জুন মাসে ছিল ৭ শতাংশ যা ২০১৯ সালের জুন মাসে কমে দাড়ায় ২ শতাংশ।

    বৃদ্ধিঃ ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল ৫.১ শতাংশ যা ২০১৯-২০ সালের প্রথম ত্রৈমাসিকে কমে দাড়ায় ৩.৬ শতাংশ।

    শিল্পের উৎপাদনের সূচকঃ ২০১৮ সালের জুন মাসে ছিল ৬.৯ শতাংশ যা ২০১৯ সালের জুন মাসে কমে হয় ১.২ শতাংশ।

    মূলধনী পণ্য ক্ষেত্রের বৃদ্ধিঃ ২০১৮ সালের জুন মাসে ছিল ৯.৭ শতাংশ যা ২০১৯ সালের জুন মাসে কমে হয় ৬.৫ শতাংশ।

    খনি শিল্পের বৃদ্ধিঃ ২০১৮ সালের জুন মাসে ছিল ৬.৫ শতাংশ যা ২০১৯ সালের জুন মাসে কমে হয় ১.৬ শতাংশ।

    বেকারত্বের হারঃ ২০১৮-১৯ অর্থবর্ষে বেকারত্বের হার ৬.১ শতাংশ যা গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

    নতুন প্রকল্পের ঘোষণাঃ ২০১৯-২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যা ঘোষণা হয়েছে, তা ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৮৭ শতাংশ কম এবং ঐ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ৮১ শতাংশ কম।

    উন্নয়নের ওপর রাজনীতি

    নতুন সরকার সম্বন্ধে দুএকটি কথা বলে তিনি তাঁর পোস্টটি শেষ করেন। তিনি বলেন, নতুন এই সরকার অর্থনীতি, উন্নয়ন সব ভুলে যা করছে সেটা হল, রাজনীতি, রাজনীতি এবং রাজনীতি।

    তিনি সকল দেশবাসীকে বলেন এই সরকার দেশকে কোন অন্ধকারে নিয়ে গেছে তার সম্বন্ধে সচেতন হতে।