|
---|
সংবাদদাতা : ২০ই আগষ্ট শুক্রবার, মুশিদাবাদ জেলার ভগবানগোলা দু নং ব্লকের খড়িবোনা ঘাটে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলী যান। এপার থেকে যাওয়া মানুষ এবং ওপার থেকে আসা মানূষদের সঙ্গে কথাবাতা’ বলে জানতে পারেন,ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নিম’লচরের বিস্তূন’ এলাকায় জলের মাত্রা বৃদ্ধি পেয়েছ। আনজুরা বিবি সহ বেশ কয়েকজনের বাড়িতে বন্যার জল ঢুকে গেছে।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, এই ভয়ঙ্কর প্রাকৃতিক দূরর্যগের ওপার মানুষদের অসুবিধা যাতে না হয় বিশেষ করে রোগীদের কথা চিন্তা করে, দিবারাত্রি নৌকার পরিষেবা থাকে সেই ব্যাপারে , নৌকার মাঝি সোনারুল সেখ এবং রাজু সেখের সঙ্গে কথা বলেন। নৌকার মাঝিরা বিধায়ক ইদ্রিশ আলি সাহেবকে ঐ ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করেন।