|
---|
আর.এ.মন্ডল,(পাত্রসায়ের) : বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের পরিচালনায় দশদিন ব্যাপি বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কাঁটাদিঘী বালিকা মাদরাসার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মুআল্লীম (শিক্ষক) প্রশিক্ষণ শিবিরের বিশেষ পর্বে গত 20 ফেব্রুয়ারি মুআল্লীমদের মাঝে উপস্থিত ছিলেন দ্বীনিয়াত রাজ্য জিম্মাদার তথা ইলমা ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী হাজী গোলাম মুরসালীন।বেলা এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত ওয়ার্কশপ প্রোগ্রামে (কর্মশালায়)- “চাইল্ড সাইকোলজি” ও “দ্বীনয়াত চাইল্ড টিচিং মেথড”(শিশুদের মনস্তাত্তিক বিষয় এবং শিশুদের উপযোগী দ্বীন শিক্ষা) সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করেন গোলাম মুরসালীন। তিনি সমগ্র আলোচনাটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন। এদিনের ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের জিম্মাদার মুফতি আহসানুল্লাহ, হাফিজ আশরাফ আলী, ক্বারী ফারুক আবদুল্লাহ, হাজী আসরারুল হক,হাজী সেলিম সহ প্রশিক্ষণরত ১৬ জন মুআল্লীম ও এলাকার বিশিষ্ট জ্ঞানী-গুণী জন।