|
---|
সেখ সামসুদ্দিন : মধ্যশিক্ষা পর্ষদের পর মাদ্রাসা বোর্ডেও পূর্ব বর্ধমান জেলার প্রথম মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া বানু। মেমারি পুরসভার ২নং ওয়ার্ডের খাঁড়ো গ্রামে হাই মাদ্রাসা স্কুলের পাশের প্লটের বাসিন্দা ও ব্যবসায়ী পিতা মহঃ সাবিবউদ্দিন ও গৃহবধূ মাতা সাহিদা বানুর জ্যেষ্ঠ কন্যা সাদিয়া বানু হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় ৭৫১ নম্বর পেয়ে পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অর্জন করে। সম্ববত রাজ্যের মধ্যে ১১তম। ৮০০ নম্বরের পরীক্ষায় ৯৩.৮৫ শতাংশ মার্কস পায়। দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করে এই ফল। সাদিয়া সিনেমা দেখা বা খেলাধূলায় আগ্রহ না থাকলেও মাঝেমধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনতে ও অ্যাডভেঞ্চারাস গল্প পড়তে ভালবাসে। বিজ্ঞান নিয়ে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এ ভর্তি হবে এবং ভবিষ্যতে ডাক্তারী পড়ার ইচ্ছা। সাদিয়া ও তার মা বাবাও ১০০ শতাংশই আশাবাদী ছিল এই ফলাফলের। আগামীতে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাদিয়া বলে যেটুকু পড়বে মন দিয়ে পড়াশোনা করতে হবে।