|
---|
নূর আহমেদ : আজ চিকিৎসক দিবস উপলক্ষে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে দুয়ারে চিকিৎসক সংবর্ধনা কর্মসূচি পালন করা হয়। মেমারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মী সহ মেমারি শহরের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চেম্বারে চেম্বারে গিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মেমারি গ্রামিন হাসপাতালের বি এম ও এইচ দেবাশীষ বালার নেতৃত্বে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসা দিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সি এম ও এইচ ডাক্তার জগন্নাথ সরকার, মেমারি গ্রামিন হাসপাতালের বি এম ও এইচ দেবাশীষ বালা, মেমারী পৌর সভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত ।