সবংয়ে নির্বাচনী প্রচার থেকে নাম না করে শুভেন্দুকে “কুলাঙ্গার” বলে কটাক্ষ সোহমের

নিজস্ব সংবাদদাতা : অমিত খিলাড়ী, সবং : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের কামার পাতাতে একটি সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় যোগ দিয়েছিলেন চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী এবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সেই সভায় বক্তব্য রাখার সময় নাম না করে শুভেন্দু অধিকারীকে “কুলাঙ্গার ও গদ্দার” বলে কটাক্ষ করলেন চন্ডিপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

    তিনি বলেন যেই মেদিনীপুরে বিদ্যাসাগরের ও ক্ষুদিরামের জন্ম, যে মেদিনীপুর এক সময় ভারতের স্বাধীনতা আন্দোলনে পিঠস্থান ছিল। যে মেদিনীপুরকে নিয়ে আমরা গর্ব করতাম সেই মেদিনীপুরের এক কুলাঙ্গার এই মাটিকে কালিমালিপ্ত করেছে। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন কাজের মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে আসতে পারেনা তাই বড়ো বড়ো কথা ডায়লগ বলে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছে।