ডক্টর বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে মেদিনীপুরে রক্তদান উৎসব

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবাংলার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে স্মরণ করে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। শনিবার তাঁর স্মৃতিতে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তায়

    মেদিনীপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে এক বিশাল রক্তদান উৎসব পালন হয়।

     

    মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মহ: সইফুলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান উৎসবের মূল উদ্যোক্তা শেখ মোঃ সাইফুল বলেন, এদিন শিবিরে ১৯১ জন রক্তদান করেন যা মেদিনীপুর পৌরসভার সব ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও এদিন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানে ড: তপন কুমার বিশ্বাস, ড: ডি.এ.খান, মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়।