|
---|
সংবাদদাতা, হাড়োয়া : পিতৃপরিচয় নয় কাজের ছেলে হিসাবে এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা ৩৮ নং উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রার্থী, মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। ভোটের ময়দানে রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিরোধীদের বাড়ি পৌঁছে অভাব অভিযোগের কথা শোনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সকাল থেকে রাত অহরহ পৌঁছে দিচ্ছে। বলা বাহুল্য রাজারহাট নিউটাউন মাঝের আইট পীরডাঙ্গা দরবার শরীফের পীর শাহ সুফী মাহমুদ বাখতিয়ারি সাহেবের পৌত্র, এবং পীর একেএম হায়দার আলী সাহেবের মেজো ছেলে ধর্মীয় শিক্ষায় পাণ্ডিত্য থাকা সত্ত্বেও মানব সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে সমাজ সেবায় এগিয়ে চলেছে। জয়ের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে মানুষের দুয়ারে পৌঁছে জনমুখী প্রচারের পাশাপাশি আগামী দিনে পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য বিগত জেলা পরিষদে দেগঙ্গা থেকে নির্বাচিত হওয়ার পর থেকে সামগ্ৰিক উন্নয়নে তার খতিয়ান মানুষের মুখে মুখে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন,শান্তি সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ারের ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছে সেকথা দুয়ারে দুয়ারে প্রচার করে যাচ্ছে দলীয় কর্মীরা। শনিবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর -২ অঞ্চলের পাড় খড়িবাড়ীতে উপস্থিতির সময় সাধারণ মানুষের আবেগ ভালোবাসায় বরণ করে নেওয়া হয় প্রার্থী কে। বিদায়ী জেলা পরিষদের অরণ্য ও ভূমির কর্মাধ্যক্ষ এক এম ফারহাদ বলেন এখানকার মানুষ শান্তিপ্রিয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি।উক্ত দিনে খড়িবাড়ী,মহিষগদি দাসপাড়াতে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ, তথা ৩৮ নং জেলা পরিষদের প্রার্থী একেএম ফারহাদ, বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সাহাবুদ্দিন আলি, ইফতেখার উদ্দিন, রবিউল ইসলাম,আসের আলি,আসাদ আলী, মোস্তারী বিবি, রাজ্জাক মল্লিক,আজমিরা বিবি, তরুণ দাস,মমতাজ বিবি,স্বপন কুমার ঘোষ,তপন মুখার্জি, সেকেন্দার আলী, দীপু,খোকন প্রমুখ।